আরো একটা কথা না বললেই নয়। ভার্সিটিতে পড়ার সময় দেখবে তোমার অমুক বন্ধু অনেক জানে, তমুক ক্লাসমেট প্রতি মাসে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখে ফেলে, আরেক বন্ধু বা বান্ধবী প্রতি মাসে ফ্রিল্যান্সিং করে ডলার ইনকাম করে। তাদেরকে অভিনন্দন জানাবে এবং তাদেরকে শ্রদ্ধা করবে। তবে কখনও তাদের মতো হওয়ার চেষ্টা করবে না। তোমার কাজ তুমি করবে। ভালো করে পড়বে, শিখবে, প্রোগ্রামিং চর্চা করবে, ফাইনাল ইয়ারে ভালো প্রজেক্ট ও ইন্টার্নশীপ করার চেষ্টা করবে। এছাড়া ঘুরে বেড়াবে, বিভিন্ন জায়গায় ভলান্টিয়ার হিসেবে কাজ করবে, খেলাধূলা করবে, প্রেম করার চেষ্টাও করতে পারো। মোট কথা জীবনটা উপভোগ করো, কারণ ছাত্র জীবনটাই মানুষের শ্রেষ্ঠ সময়, যা আর কখনও ফিরে আসবে না। (সংগৃহীত)